৮.৩. সামনের বই

Self-education is, I firmly believe, the only kind of education there is.

― Isaac Asimov

অনেকেই আমাকে বলেছেন পাইথনে বইটা বের করতে। বই অবশ্যই বের করবো পাইথনে। এটা যুগের দাবি। লেখাও হয়ে গেছে ৪০%। তবে সেটা শেখার জন্য কতোটুকু ভালো হবে সেটা আপনারাই জানবেন ভালো। দুটো বই পাশাপাশি পড়ে। দুটোই দেয়া আছে অনলাইনে। এই বইটা আছে নিচের লিংকে।

https://raqueeb.gitbooks.io/mlbook-titanic/

আগেই বলেছি মেশিন লার্নিং এ - আগে চিনতে হবে ডাটা। এর জন্য দরকার 'এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস'। সেটার জন্য এই বইটা যথেষ্ট। প্রোডাকশন এনভায়রনমেন্টে পাইথন ভালো। মোদ্দা কথা, ভালো ডাটা সায়েন্টিস্ট হতে চাইলে দুটো শেখা জরুরি।

পরের বই

হাতে কলমে মেশিন লার্নিং ২

(লেখা চলছে)

https://www.gitbook.com/read/book/raqueeb/mlbook-titanic-py

আপনাদের ইনপুট প্রয়োজন।

অনলাইনে থাকা এই বইয়ের ওপর ইনপুট দিয়ে যারা আমাকে বাঁধিত করেছেন, তাঁদেরকে অসংখ্য ধন্যবাদ। পরের বইটার ওপর ইনপুট দেবার জন্য অনুরোধ রইলো। এই বইটিতে যারা ইনপুট দিয়েছেন বিভিন্ন সময়ে - তাদের সবার নাম দেয়ার চেষ্টা করেছি এখানে।

১. তাবাস্সুম খান, ইমদাদুল হক, ফারজানা আহমেদ মিতা, নওশিন জাহান

Last updated