৮.২. কোথায় যাচ্ছি এর পর?
Recipes tell you nothing. Learning techniques is the key.
— Tom Colicchio
রাস্তায় নামলেই মনটা ভালো হয়ে যায় আমার। অনেক অনেক মানুষ আমাদের দেশে। সব কর্মক্ষম মানুষ। আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অন্য অনেক দেশ থেকে অনেক অনেক বেশি। হিসেবে দেখা গেছে কার্যক্ষম ওয়ার্কফোর্স ৬০% এরও বেশি। এর মধ্যে তাদের বয়স ৩০ এর নিচে।
কমে আসছে আমাদের আবাদযোগ্য জমি। আমি যাই যেখানেই - গ্রাম বদলে শহর হয়ে গেছে এর মধ্যে। প্রচুর ইকোনমিক একটিভিটি। তৈরী তো আমরা? বাংলাদেশ আর সিঙ্গাপুরের মধ্যে আর পার্থক্য থাকছে না সামনে। তৈরি হতে হবে আমাদের। মাথা বেঁচতে। ‘নলেজ-বেসড’ সোসাইটির পেছনে সবচেয়ে বড় শক্তি হচ্ছে ডাটা।
আর সেই ডাটাকে বুঝতে দরকার 'মেশিন লার্নিং'। অনেক পথ পাড়ি দিতে হবে আমাদের। জানতে হবে অনেক কিছু। টাইটানিক প্রজেক্টের মতো আরো কিছু সমস্যার অ্যালগরিদম নিয়ে কিছু রিসার্চ আসছে সামনে।
Last updated