৮.৪. যোগাযোগের মাধ্যম
Last updated
Was this helpful?
Last updated
Was this helpful?
ফেইসবুক । ফেইসবুক মেসেঞ্জার
প্রয়োজনীয় যোগাযোগ:
লিংকডইন:
যোগাযোগের সবচেয়ে 'ইফেক্টিভ' মাধ্যম হচ্ছে এই সংক্রান্ত ইউটিউব আর ফেইসবুক চ্যানেল। নিজের ব্যস্ততার জন্য প্রশ্নের উত্তর না দিতে পারলেও কেউ না কেউ উত্তর দিয়ে দেবে এই চ্যানেলগুলোতে। এটাই সুবিধা এই গ্রূপগুলোতে। বেশিরভাগ সময়ে দেখা যায় যে ওই সংক্রান্ত উত্তর দেয়া আছে আগেই। খুঁজতে হবে একটু। এছাড়া থাকছে "ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েস্চেন" মানে বার বার করা প্রশ্নের উত্তরগুলো।
ইঊটিঊব চ্যানেল
ফেইসবুক পেজ