কিছুই জানিনা, শুরু করবো কোথা থেকে?
[ আমি বরাবরের মতো বই লিখি না, বরং ডেটাকে ঘিরে ৫০ বছর বয়সের এক্সপেরিয়েন্স শেয়ার করি। কিছুটা কানেক্টিং দ্য ডটের মতো]
Last updated
[ আমি বরাবরের মতো বই লিখি না, বরং ডেটাকে ঘিরে ৫০ বছর বয়সের এক্সপেরিয়েন্স শেয়ার করি। কিছুটা কানেক্টিং দ্য ডটের মতো]
Last updated
সবচেয়ে বেশি করা প্রশ্ন *
* কিছুই জানি না। আমি বিবিএ/পলিটেকনিক/মেডিকেলের স্টুডেন্ট। কোন প্রোগ্রামিং অভিজ্ঞতা নেই। কিভাবে শুরু করবো?
মেশিন লার্নিং সবার জন্য। কমনসেন্স দিয়ে শুরু করা সম্ভব। কম্পিউটার ফিল্ডের বাইরের মানুষ ব্যবহার করছে বেশি। ব্যবসা প্রশাসন, ভাষাতত্ত্ব, হেলথকেয়ার, আইন, হিউম্যান রিসোর্স, ইত্যাদি ইত্যাদি। মেশিন লার্নিং দিয়ে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন/টেক্সট টু স্পীচ করতে চাইলে কে করবেন? একজন ভাষাতত্ত্ববিদ। সামনের মাসগুলোতে কে কে আপনার কোম্পানি ছেড়ে যাবে সেটা বের করবে কে মেশিন লার্নিং দিয়ে? একজন 'এইচআর' ডিপার্টমেন্টের কর্মকর্তা।
মেশিন লার্নিংকে "ট্রিট" করতে হবে একটা সাধারণ টুল হিসেবে, পাটিগণিতের মত একটা টুল। এই টুল এখন ব্যবহার হচ্ছে প্রায় সব কিছুতেই। যতো আগে শিখবেন ততোই এগিয়ে থাকবেন আপনার নিজস্ব ফিল্ডে। একটা জিনিস বুঝতে পারছি - যারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, তারা ব্যাপারটাকে প্রচন্ড ভয় পাচ্ছেন। বিষয়টা সব ব্যাকগ্রাউন্ডের জন্য প্রযোজ্য।
মেশিন লার্নিং এ সেরকম প্রথাগত প্রোগ্রামিং নেই। যা আছে সেগুলো কমনসেন্স, সাধারণ লজিক থেকে বোঝা যায়। পাশাপাশি বিভিন্ন কাজের জন্য দরকারি "কোড স্নিপেট" পাওয়া যায় "স্ট্যাক ওভার ফ্লো" এর মত সাইটে। আবারও বলছি, একদম ভয় পাবেন না!
** কিভাবে শুরু করবেন? বই কোথায় পাবো?
হাতেকলমে শেখার জন্য তিনটা বই। আরেকটা নতুন বই ডিপ লার্নিং নিয়ে। সামনে দেখুন। মেশিন লার্নিং বই দুটো শেষ করে ধরা যাবে ডিপ লার্নিং বই। সবগুলো বই অনলাইনে দেয়া আছে। ধারণা পাবার জন্য সব বই একসাথে পাবার রকমারি লিংক।
প্রথম বইয়ের দুটো সংস্করণ, আমি দ্বিতীয় সংস্করণ নিয়ে আলাপ করবো। প্রথম সংস্করণ প্রয়োজন নেই, সেটা বাজারেও রাখিনি।
(ক) মেশিন লার্নিং শেখার শুরুটার জন্য সবচেয়ে ভালো হচ্ছে বই। বইগুলো লেখা হয়েছে 'স্টেপ বাই স্টেপ' আঙ্গিকে। কোন বই শুরু করতে প্রোগ্রামিংয়ের পূর্ব অভিজ্ঞতা দরকার নেই। ১ম বইয়ের লিংক : https://rokomari.com/book/174186/ (দ্বিতীয় সংস্করণ হলেই চলবে) বই না কিনতে চাইলে পুরো বই অনলাইনে পাবেন ১ম সংস্করণ। লিংক https://raqueeb.gitbooks.io/mlbook-titanic/content/ । এই বইয়ের ভিডিও সিরিজ আছে ইউটিউব প্লেলিস্ট হিসেবে http://bit.ly/ml-2nd ।
[প্রথম সংস্করণ শুধুমাত্র 'আর প্রোগ্রামিং' এনভায়রনমেন্ট দিয়ে ছিলো। সেটা প্রতিস্থাপিত হয়েছে দ্বিতীয় সংস্করণ দিয়ে। প্রথম সংস্করণ যারা কিনেছেন, তাদের দ্বিতীয় সংস্করণ ব্যবহার করতে হবে না। যারা দ্বিতীয় সংস্করণ কিনেছেন তাদের প্রথম সংস্করণ দরকার নেই]
(খ) যারা শুধুমাত্র পাইথন দিয়ে মেশিন লার্নিং শিখতে চান, কিন্তু পাইথন জানেন না, তাদের জন্য আরেকটা বই, 'শূন্য থেকে পাইথন মেশিন লার্নিং'। প্রিন্ট বই এর লিঙ্ক https://www.rokomari.com/book/187277/ পড়ে দেখতে চাইলে লিংক: https://raqueeb.gitbook.io/scikit-learn/ । এই বইয়ের ভিডিও সিরিজ আছে ইউটিউব প্লেলিস্ট হিসেবে http://bit.ly/ml-py2 ।
(গ) যারা ডিপ লার্নিং শিখতে চান, তাদের ট্র্যাক হচ্ছে শুরুতে পাইথনের বই, 'শূন্য থেকে পাইথন মেশিন লার্নিং' এবং পরের বই "হাতেকলমে পাইথন ডিপ লার্নিং"। আগের বইটা ছাড়া পরের বইটা শুরু করা যাবে না। বইটা আছে অনলাইনে। প্রিন্ট সংস্করণ আসছে এই জানুয়ারিতে।
(ঘ) হাতেকলমে পাইথন ডিপ লার্নিং বইয়ের হার্ডকপি লিংক: https://www.rokomari.com/book/198757/ এবং অনলাইনে পড়তে চাইলে https://rakibul-hassan.gitbook.io/deep-learning/ লিংক।
(ঙ) হার্ডকপি পাওয়া যাবে রকমারি, আদর্শ, বাতিঘরসহ বেশ কয়েকটা লাইব্রেরিতে। নীলক্ষেতেও পাওয়া যায় কয়েকটা দোকানে। মানিক লাইব্রেরী নীলক্ষেত ঢাকা, ০১৭৩৫৭৪২৯০৮ এবং হক লাইব্রেরী নীলক্ষেত ০১৮২০১৫৭১৮১ / ০১৫১১১৫৭১৮১ / ০১৭৪৩৫১৬৩৪৪।
(চ) মেশিন লার্নিং নিয়ে ১০০+ ভিডিও সিরিজ পাবেন ইউটিউব এবং ফেসবুকে। প্লে-লিস্ট হিসেবে।
ইউটিউব প্লে-লিস্ট: http://bit.ly/ml-2nd এবং http://bit.ly/ml-py1 এবং http://bit.ly/ml-py2
ইউটিউব চ্যানেল: http://bit.ly/ml-trng
ফেসবুক প্লে-লিস্ট https://www.facebook.com/pg/mltraining/videos/ লিংকে গিয়ে খুঁজুন "হাতেকলমে মেশিন লার্নিং (দ্বিতীয় সংস্করণ) ভিডিও সিরিজ"
* সবুজ-হলুদ, লাল রঙের বই আর সাদা রঙের বই - এই দুটোর মধ্যে কোনটা দিয়ে আগে শুরু করব এবং কোনটা কোন সময়ের জন্য উপযোগী?
কালো বই = বাজারে নেই, লাল বইয়ের প্রথম সংস্করণ (প্রয়োজন নেই)
লাল বই = হাতেকলমে মেশিন লার্নিং, দ্বিতীয় সংস্করণ (আর এবং পাইথন), (কোন ল্যাঙ্গুয়েজ জানার দরকার নেই, যা শিখতে হবে সেটা দেয়া আছে বইয়ে)
সাদা বই = শূন্য থেকে পাইথন মেশিন লার্নিং (শুধু পাইথন)
সবুজ-হলুদ = হাতেকলমে পাইথন ডিপ লার্নিং (হার্ডকাভার)
লাল বইটা হচ্ছে যারা মেশিন লার্নিং সম্বন্ধে কিছুই জানেন না এবং শুরু করতে চান, প্রোগ্রামিং সম্বন্ধে কোন ধারনা নেই, তবে মেশিন লার্নিং কে নিজেদের মতো করে বুঝতে চান। এই বইটি শুরু করা হয়েছে আর প্রোগ্রামিং এনভারমেন্ট দিয়ে, একই প্রজেক্ট সলভ করা আছে পাইথন দিয়ে।
সূচিপত্র: http://bit.ly/ml-ho-2nd
সাদা বইটা হচ্ছে, সেই একই গ্রুপের জন্য তবে এর সাথে যুক্ত হচ্ছে, কেউ যদি শুধুমাত্র পাইথন দিয়ে শুরু করতে চান। এই বইটিতে শুধুমাত্র পাইথন দিয়ে কাভার করা আছে।
সূচিপত্র: http://bit.ly/ml-sk-py
মেশিন লার্নিং এর শুরুটা আর এনভারমেন্ট দিয়ে শেখা খুব সহজ। দুটো বই সলভ করার জন্য কোন ধরনের প্রোগ্রামিং অভিজ্ঞতার দরকার নেই। বই দুটো তে যথেষ্ট ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আছে যাতে ব্যাপারটা সেখানেই বোঝা যায়। দুটো বইয়ে দুটো বিশ্বখ্যাত আলাদা আলাদা প্রজেক্ট।
এরপর ডিপ লার্নিং দিয়ে শিখতে চাইলে হাতেকলমে পাইথন ডিপ লার্নিং (হার্ডকাভার) বইটা ব্যবহার করতে পারেন।
বই কেনার আগে গিটবুক এ পড়ে দেখতে পারেন। ২০% কনটেন্ট আপডেট আছে প্রিন্ট বইয়ে। আগে পড়ে দেখুন, এরপর কেনার সিন্ধান্ত নিন।
১. https://rakibul-hassan.gitbook.io/deep-learning/
২. https://rakibul-hassan.gitbook.io/mlbook-titanic/
৩. https://raqueeb.gitbook.io/scikit-learn/
১. মেশিন লার্নিং কেন শিখবো?
উত্তর: সোজা উত্তর, সবার শেখার দরকার নেই। শুরুতে, নিজেকে প্রশ্ন করা যেতে পারে, আমার এই মুহূর্তে কোন কাজটি সনাতন পদ্ধতিতে করা যাচ্ছে না অথবা করতে সময় লাগছে, যা মেশিন লার্নিং দিয়ে খুব তাড়াতাড়ি করা সম্ভব। আপনার সমস্যাটি প্রথমে ডিফাইন করুন, এরপর দেখুন সেটা আসলে মেশিন লার্নিং সমস্যা কি না?
ট্রিট করুন, মেশিন লার্নিং আরেকটা টুল। এক নিঃশ্বাসে পড়ার লিংক: https://raqueeb.gitbook.io/scikit-learn/what-is-ml/what-is-ml
২. কিভাবে বুঝব সমস্যাটি মেশিন লার্নিং দিয়ে সমাধান করা সম্ভব?
উত্তর: সাধারণত: মেশিন লার্নিং সমস্যাগুলোর উত্তর আমাদের কাছে রাখা পুরনো ডাটা থেকে আসে। কোন কোন সময় উত্তর হিসেবে হ্যাঁ অথবা না, মানে ক্লাসিফিকেশন সমস্যা, অথবা একটা কন্টিনিউয়াস আউটপুট, যেমন, কত মাস পরে ‘রিটার্ন অন ইনভেস্টমেন্ট’ আসতে পারে, কবে আমাদের একজন গ্রাহক চলে যেতে পারে? এগুলোকে আমরা বলি ‘রিগ্রেশন’ সমস্যা।
অথবা এর পাশাপাশি আমাদের গ্রাহকদের কয়েকটা ক্লাস্টার গ্রুপে ফেলা যেতে পারে যেখানে তাদের ব্যবহার প্যাটার্ন দেখে নতুন সার্ভিস প্রভিশন করা যেতে পারে। এটা কিছুটা ‘আন সুপারভাইজড’ লার্নিং সমস্যা। লিংক: https://raqueeb.gitbook.io/scikit-learn/tools/supervised
৩. মেশিন লার্নিং এর শুরুটা ধরতে কতদিন লাগতে পারে?
উত্তর: দুইদিন। তবে, ধারণা পাবার জন্য আমি অনুরোধ করব ‘প্রজেক্ট টাইটানিক’ ব্যাপারটা দেখার জন্য। প্রসপেক্টিভ ডাটা সায়েন্টিস্টদের ‘গেটওয়ে টু মেশিন লার্নিং’ হচ্ছে এই প্রজেক্ট। একটা রিয়েল প্রজেক্ট এর সমস্যাকে কিভাবে সমাধান করা হয়েছে সেটা দেখলে বুঝতে সুবিধা হবে। লিংক https://www.kaggle.com/c/titanic/ মজার কথা হচ্ছে পুরো সমস্যাটাকে সমাধান করে নিচের বইটা লেখা হয়েছে। https://www.rokomari.com/book/174186/
৪. কোন এনভারমেন্ট দিয়ে মেশিন লার্নিং শেখা সোজা?
উত্তর: আপনি কি জানেন মেশিন লার্নিং মাইক্রোসফট এক্সেল দিয়ে ও শেখা সম্ভব? এই মুহূর্তে পৃথিবীতে বেশ কয়েকটি এনভারমেন্ট নিয়ে মেশিন লার্নিং এ কাজ হয়। স্ট্যাটিসটিক্স এনভারমেন্ট থেকে এসেছে “আর” প্রোগ্রামিং এনভারমেন্ট। এর অর্থ হচ্ছে ডেটাকে ঘিরে তৈরি তৈরি হয়েছিল এই “আর”। আমাকে প্রশ্ন করলে বলবো, “আর” দিয়ে মেশিন লার্নিং শেখা অনেক সহজ। বিশেষ করে শুরুর দিকে। ডেটার ভেতরের পার্সপেক্টিভ পেতে সুবিধা হয়। পাশাপাশি ‘পাইথন’ ইউনিভার্সাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে মেশিন লার্নিং এ ব্যবহার হচ্ছে। শুরুতে প্রোগ্রামিং এনভারমেন্ট নিয়ে মাথা না ঘামানোই ভালো। মেশিন লার্নিং এর পেছনের দর্শন জানলে শেখা খুব সহজ হয়। লিংক https://raqueeb.gitbooks.io/mlbook-titanic/content/kaggle/why-r.html
৫. শুরুতে কি ভালো? “আর” নাকি “পাইথন”?
উত্তর: শেখানোর দ্বায়িত্ব আমার। এক বছরে। ছেড়ে দিন আমার হাতে। আপনাকে এমনভাবে তৈরি করা হবে যেখানে যেটা দরকার সেটা দিয়েই। কিছুটা ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট। আগে ঠিক করবো কনসেপ্টে। বিস্তারিত উত্তর এখানে। লিংক: https://raqueeb.gitbook.io/scikit-learn/philosophy/philosophy-backed-learning এবং https://raqueeb.gitbook.io/scikit-learn/philosophy/how-to-start
৬. এক বসায় কনসেপ্ট পেতে চাই, পারা যাবে?
উত্তর: যাবে। ৩০ মিনিটে ভিডিও দেখতে হবে ২০+টা। ফেসবুক প্লে-লিস্ট http://bit.ly/fb-2nd
ইউটিউব প্লে-লিস্ট: http://bit.ly/ml-2nd
৭. আমি কম্পিউটার সাইন্স পড়িনি? পারবো তো?
উত্তর: আমার প্রচুর পরিচিত মানুষ আছেন যারা হেলথকেয়ার সেক্টর এ কর্মরত। হেলথকেয়ার সেক্টরে মেশিন লার্নিং নিয়ে অসাধারণ কাজ হচ্ছে। নতুন নতুন ওষুধের ফর্মুলা, যে কোন রোগের আর্লি ডিটেকশন, নিউরোসায়েন্স নিয়ে কাজ করছেন আমাদের ডাক্তার বন্ধুরা। মেশিন লার্নিং এর জন্য দরকার আপনার কর্মক্ষেত্রের ‘ডোমেইন নলেজ’। বাকি কোডের জন্য আছে দুটো বাংলা বই। লিংক https://raqueeb.gitbooks.io/mlbook-titanic/content/
https://raqueeb.gitbook.io/scikit-learn/
৮. আপনি কি কি শিখেছেন?
উত্তর: আমার কথা বললে বলবো, আমি দুটোই শিখেছি শুরুতে - কারণ, দুটো 'দুই' জায়গায় ভালো। মেশিন লার্নিং শেখার শুরুতে 'আর' ভালো, প্রোডাকশন লেভেলে পাইথন ভালো। যেখানে যেটা লাগে। ছোট দূরত্বে রিকশা ভালো, বড় দূরত্বে হয়তোবা মোটর সাইকেল ভালো। আমাদের জানতে হবে কোথায় কি লাগবে?
যুগটা অপটিমাইজেশনের যুগ। দরকার মতো আরো কিছু জিনিস শিখতে হতে পারে। লজ্জা করলেই ক্ষতি। কিছুই শেখা যাবে না। এই পঞ্চাশ বছরের কাছাকাছি বয়সেও আমাকে শিখতে হচ্ছে অনেককিছু। প্রতিদিন। না শিখলে - ঝরে পড়ে যাবেন যে কেউ। এমুহুর্তে আমাকে মুগ্ধ করে রাখছে 'সাইকিট-লার্ন' লাইব্রেরি। জিনিসটা এতো মজার - মন ভালো হয়ে যায় সমস্যা পেলে।
লিংক https://raqueeb.gitbook.io/scikit-learn/tools/scikit-learn
৯. আমি মেশিন লার্নিং শিখতে চাই শুধুমাত্র 'পাইথন' দিয়ে? সম্ভব?
উত্তরঃ সম্ভব, তবে যেই সময় লাগবে তাতে আপনি উৎসাহ হারিয়ে ফেলার সম্ভাবনা বেশি। ব্যাপারটা নিজে দেখতে পারেন চেখে। এই পুরো এক্সারসাইজটা পাইথনে করে দেয়া আছে নিচের লিংকে। যারা পাইথন জানেন আগে থেকে তাদের জন্যও আর দিয়ে শেখা সহজ। আমার অভিজ্ঞতা তাই বলে।লিংক লিংক
লিংক: http://nbviewer.jupyter.org/github/raqueeb/mltraining/blob/master/Python/titanic-project-test.ipynb
সব জায়গায় বেসিক কনসেপ্ট একই। তবে, আবারো বলছি 'আর' দিয়ে বোঝা যায় ভালো। আগেই বলেছি যারা কম্পিউটার প্রযুক্তিতে পড়েননি অথবা মেশিন লার্নিং একদম ভেতর থেকে হাতেকলমে শিখতে চান, তাদের জন্য 'আর' অন্য লেভেলের জিনিস।
কম্পিউটার প্রযুক্তিতে পড়েছেন আর পাইথন জানেন বলে 'মেশিন লার্নিং' শিখে যাবেন সেটাও ভ্রান্ত ধারণা। পাইথন একটা ভালো ফ্রেমওয়ার্ক, প্রায় অনেককিছুই করা যায়। তাই বলে 'মেশিন লার্নিং' আর পাইথন পাশাপাশি সমার্থক শব্দ সেটা বলা যাবে না। সেটা সামনে গেলে দেখতে পাবেন।
১০. কোন 'একটা' স্কিলসেট মেশিন লার্নিং শিখতে দরকার?
উত্তরঃ ডেটা নিয়ে পড়ে থাকা। ডেটা থেকে প্যাটার্ন বের করতে জানতে - পড়ে থাকতে হবে ডাটা নিয়ে। সারাদিন।
১১. আপনি মজা পান কিভাবে?
উত্তরঃ সময় পেলেই আমার চাকরি অথবা বাসার বেশিরভাগ সমস্যা মেটাতে ব্যবহার করি 'মেশিন লার্নিং'। চেষ্টা করি সবকিছু প্লট করতে। যদি কিছু দেখা যায়? বলতে পারেন, মশা মারতে কামান দাগা। হয়তোবা শুরুতেই তাই। তবে, ধারণা পাচ্ছি অনেকদূর ভুল করতে করতেই।
সবাই একটা জায়গা দেখতে চান কোথায় সবকিছু হচ্ছে। নিচের লিংক A curated list of awesome machine learning frameworks, libraries and software (by language).
লিংক https://github.com/josephmisiti/awesome-machine-learning
১২. বাংলায় মেশিন লার্নিং শেখার প্ল্যাটফর্মগুলো কী?
উত্তর: তিন ভাবে শুরু করা যায়।
ক. যারা বই পড়তে চান, মানে হ্যান্ডনোট, তাদের জন্য লেখা হয়েছে তিনটা বই। অনলাইনে আছে। বইটা এমন ভাবে লেখা আছে যেখানে আপনার ভিডিও দরকার নেই। তবে, দেখলে তাড়াতাড়ি শেখা হবে। বইগুলোর লিংক https://raqueeb.gitbooks.io/mlbook-titanic/
https://raqueeb.gitbook.io/scikit-learn/
শূন্য থেকে পাইথন মেশিন লার্নিং। প্রিন্ট বই এর লিঙ্ক https://www.rokomari.com/book/187277/
দ্বিতীয় সংস্করণ হার্ডকপি বইটা পাওয়া যাবে https://www.rokomari.com/book/174186/
খ. যারা ভিডিও দিয়ে শুরু করতে চান, তাদের জন্য তৈরি করা আছে কয়েকটা প্লে-লিস্ট। ফেসবুক পেজে ক্লিক করুন "ভিডিও" ট্যাবে। সেখানেই পাবেন প্লেলিস্ট। আলাদা করে। লিংক https://www.facebook.com/mltraining/videos/
ইউটিউবে আছে আলাদা চ্যানেল। সেখানেও আছে প্লেলিস্ট আকারে। আমাদের ফেইসবুক পেইজে “লার্ন মোর” ক্লিক করলেই চলে যাবেন ইউটিউব লিংকে।
১৩. ইউটিউব লিংকটা বলবেন কি?
****http://bit.ly/ml-trng সেখানে আপনি চলে যাবেন প্লে-লিস্টগুলোতে।
১৪. বর্তমানে চাকরির অবস্থা কি?
বেশ কয়েকটি ই-কমার্স সাইট/সার্ভিস ইন্ডাস্ট্রির ম্যানেজমেন্ট লেভেল/প্রতিষ্ঠাতারা আমাকে মাঝে মধ্যে "ভালো" ডেটা সায়েন্টিস্ট খুঁজে দিতে বলেন। তবে খুব কম মানুষকে রেফার করতে পেরেছি - কারণ ইন্ডাস্ট্রি এবং আমাদের ডেটা সায়েন্টিস্টরা সেই লেভেলের 'ইউজ কেস' ধরে এগুতে পারছেন না। এটা তাদের সমস্যা নয়। সমস্যা মার্কেট গ্যাপে। নতুন ইন্ডাস্ট্রি, কোম্পানিগুলোর এক্সপেক্টেশন আর ঠিক মানুষটা তৈরির মধ্যে একটা ফারাক আছে। এটা বেশিদিন থাকবে না।
আমাদের ডেটা ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে তবে সরকারি/বেসরকারি 'ভালো' লেবেলড ডেটা অতোটা না থাকায় সেটার আউটকাম আসতে একটু সময় লাগছে। তবে, আশার কথা হচ্ছে যারা অন্য ইন্ডাস্ট্রিতে আছেন, তবে তাদের ইন্ডাস্ট্রিতে মেশিন লার্নিং দিয়ে নিজেদের সমস্যা মেটানোর জন্য আমার সাথে কথা বলছেন, সেখানে আমার অ্যাসেসমেন্ট হচ্ছে তারা শিখছেন ভালো। আসল কথা হচ্ছে, যে নিজের সমস্যাকে ঠিকমতো ডিফাইন করতে পারে, তারা সেটার উত্তর তাড়াতাড়ি খুঁজে পান।
সারমর্ম: TL;DR, যে যেখানে আছেন মানে যেই ইন্ডাস্ট্রিতে আছেন, সেটার একটা সমাধান বের করার চেষ্টা করুন মেশিন লার্নিং দিয়ে। চ্যালেঞ্জ দিন নিজেকে। তাহলে শিখবেন অতি দ্রুত। তখন আপনি সুইচ করতে পারবেন সেই কোম্পানিগুলোতে যারা শুধুমাত্র ডেটা সাইন্স নিয়ে কাজ করে।
১৫. আমাদের দেশের যারা নতুন শিখতে চায় তাদের মাথায় থাকে এটা শিখলে কি হবে? জব কি পাবো? বাংলাদেশের মার্কেটে তো জব নেই! তাহলে আমরা কেনও শিখবো মেশিন লার্নিং? যে কয়টা আছে জব সেগুলোতেও চায় অনেক বেশি অভিজ্ঞতা যা এখন অনেকের হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি নিজেই এমন অনেক কথা শুনেছি যারা হতাশাগ্রস্ত এই বিষয়গুলো নিয়ে। ভাইয়া, আপনার কাছে এদের জন্য কি পরামর্শ ?
অসাধারণ অবজারভেশন। ধন্যবাদ আপনাকে। একদম ঠিক বলেছেন, সবাই একটা স্কিল শিখেই চাকরি করতে চাইবেন। এটাই স্বাভাবিক। আমাকেও অনেকে এই প্রশ্নটা করেন। ব্যাপারটাকে আমি অস্বাভাবিক ভাবি না।
আমি সবাইকে বলি, আমাদের সারা জীবনে অনেকগুলো স্কিলসেট ডেভলপ করতে হবে। আগের মত সেই সময় নেই যে, এক চাকরিতে ঢুকলাম সেটা করে পার করে দেবো সারা জীবন। সময়টা এখন অনেক চ্যালেঞ্জিং। আমার প্রায় ৭০ এর বেশি সার্টিফিকেট আছে বিভিন্ন বিষয়ে। এখন বুঝতে পারি, সার্টিফিকেট, ডিগ্রী জিনিসগুলোর দাম থাকে না যখন কোম্পানি দেখেন তার দরকারি জিনিসপত্র অনেকে তুলতে পারছেন না।
একটা কোম্পানি একজনকে হায়ার করবেন তার স্পেসিফিক একটা সমস্যা সমাধান করার জন্য। সেখানে সার্টিফিকেট বা ডিগ্রী একটা স্ক্রীনিং ক্রাইটেরিয়া হয় কারণ মার্কেটে অনেক অনেক চাকরিপ্রার্থী। তবে, কোম্পানিগুলো এখন তার স্পেসিফিক কাজ তোলার জন্য ব্যাকগ্রাউন্ড চেক মানে সার্টিফিকেট বা ডিগ্রির দরকার কমিয়ে দিয়েছেন।
আমার জীবনে আমি নিজেও যখন যেটা দরকার সেটা শিখে নিয়েছি। চাকরির ২৮ বছর বয়সে ৭বার নিজেকে রি-স্কিলিং করেছি। আমার সাথে একই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন যারা, অনেক প্রতিভাবান প্রোগ্রামার, তাদেরকে দেখেছি তারা কন্টিনিউয়াসলি তাদের স্কিলস-সেট আপডেট করছেন। যখন যেটা দরকার। To stay ahead of the game. বাজারে কেউ 'সাইডলাইনড' বা 'রিডান্ডেন্ট' হতে চান না। অবসর নিলে আলাদা কথা।
আমার উপদেশ দুটো।
১. যখন কেউ কোন একটা স্কিলসেটকে জীবন মরণ সমস্যা হিসেবে ধরে নেয়, তখন সেটা থেকে আউটকাম অসাধারণ হয়। একটা স্পেসিফিক স্কিলসেট শেখার জন্য প্রাণান্তকর চেষ্টা, চাকরি পাবার জন্য নয়। মানে, দরকারি টুলসেটগুলো শিখে নিজেকে আপডেট রাখা। তখন তার সামাজিক প্রোফাইল না দেখে সবাই গিটহাব প্রোফাইল দেখেন। কোম্পানিগুলো তাদের সাথে সরাসরি কথা বলেন, কোম্পানির স্পেসিফিক সমস্যা নিয়ে। যদি তিনি সেই কোম্পানির স্পেসিফিক সমস্যার লাইন ধরিয়ে দিতে পারেন তখন চাকরি সহজতর হয়। অনলাইনে বিভিন্ন ফোরামে তাদের সহায়তা করার প্রবণতাও অনেককে নতুন নতুন চাকরি পেতে সহায়তা করে।
২. আমাদের জীবনে হয়তোবা আমরা অল্প কিছু জিনিস শিখে পার হতে পেরেছি, তবে সেটা এখন আর খাটবে না। একটা জীবনে অনেকগুলো স্কিলসেট শিখতে হবে। পাশাপাশি কিছু পুরনো স্কিলসেট ভুলে নতুন স্কিলসেট, যেটাকে আমরা বলি রিস্কিলিং, সেটা অবশ্যই দরকার।
সবশেষে, মার্কেট ইমার্জিং, আমি দেখছি আমার পরিচিত অনেকেই ইউরোপ এবং জাপানে চাকরির অফার পাচ্ছেন এই ডেটা সায়েন্স নিয়ে। মার্কেট তৈরি হচ্ছে। বাংলাদেশে নয়, ভাবতে হবে গ্লোবাল লেভেলে। বর্তমান একটা চাকরিতে থেকে অথবা যে যেখানে আছে সেখান থেকেই এই নতুন স্কিলসেট মানে মেশিন লার্নিং শেখা উচিত। "Who knows when lightning could strike?"
১৫. বিপদে পড়লে যোগাযোগ করার অপশন?
উত্তর: মেসেঞ্জার http://m.me/raqueeb এবং ০১৭১৩০৯৫৭৬৭ (বিকাল ৫- ৭টা)
ধন্যবাদ আপনাদেরকে।
বইয়ের নাম
অনলাইন লিংক
প্রিন্ট বই
ইউটিউব লিংক
হাতেকলমে মেশিন লার্নিং (দ্বিতীয় সংস্করণ)
প্রথম সংস্করনে নেই যে পাইথন অংশ
নেই
'শূন্য থেকে পাইথন মেশিন লার্নিং' (দ্বিতীয় সংস্করণ)
হাতেকলমে পাইথন ডিপ লার্নিং
হাতেকলমে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং
প্রকাশিতব্য
তিনটা বই একসাথে কেনার লিঙ্ক
আসবে
প্লেলিস্ট এর নাম
প্ল্যাটফর্ম