এই বইটা থেকে কি আশা করছি?
There is no reason and no way that a human mind can keep up with an artificial intelligence machine by 2035.
—Gray Scott
বইটার নামই বলে দিচ্ছে এটা কোন 'পিএইচডি' রিসার্চ পেপার নয়। আমরা হাতেকলমে ডিপ লার্নিং জিনিসটা কিভাবে বুঝে প্রোডাক্শনে নেয়া যায় সেটা নিয়ে আলাপ করবো। ডিপ লার্নিং একটা নতুন বিষয়, এবং একারণে এব্যাপারে বেশ অংকভীতি কাজ করছে। আমি সেই জায়গা থেকে কিছুটা সরে এসে ব্যবহারিক বিষয় নিয়েই গল্প করবো বেশি। যখন অংক লাগবে সে জায়গাগুলোতে আমার আলাপ সহজ হবে। আগের বইটাতেও এধরণের কিছু লিখেছিলাম।
কথা হচ্ছে আপনি একটা সমস্যা দিয়ে শুরু করেন। ধরুন এ মুহূর্তে আমার দরকার বাংলায় 'স্পীচ টু টেক্সট' মডেল আমার কাজের জন্য। সেটা করতে গিয়ে কোথায় কোথায় অংক লাগবে শুরুতে সেটা মাথায় আসছে না। বরং এই বাংলার ব্যাপারটা কোথায় অন্য ভাষায় কাজ করছে সেটা দেখছি গত বছর থেকে। গুগল একটা করেছে, তবে আমি চাইবো আমার মোবাইল ফোনে একটা ছোট্ট ইনফারেন্স যা ইন্টারনেট ছাড়াই চলবে। আর দেশি প্রজেক্টে সরকার তো সব ডেটা গুগল সার্ভারে পাঠাতে চাইবেন না প্রসেসিং এর জন্য।
তাহলে কি কথা রইলো?
ঠিক ধরেছেন। ডিপ লার্নিংকে ঠিকমতো ব্যবহার করতে শেখা।
প্রচুর পাইথন জুপিটার/গুগল কোলাব নোটবুক থাকবে এই বইয়ে, নিজের প্র্যাকটিসের জন্য। বইয়ের শেষে একটা প্রজেক্ট থাকবে যাতে আমরা বাংলায় সেন্টিমেন্ট অ্যানালাইসিস করতে পারি। আপনারা যাতে বাংলায় ডিপ লার্নিং নিয়ে কাজ শুরু করতে পারেন সেজন্য অনেক কষ্ট করে বইটা লেখা। শুরু করতে তো হবে কোথাও!
এই বইটা এখনো খসড়া পর্যায়ে আছে।
Last updated
Was this helpful?