হাতেকলমে পাইথন ডীপ লার্নিং
  • হাতেকলমে পাইথন ডিপ লার্নিং
  • শুরুর ঘটনা
    • শুরুর কথা
    • প্রথম ফ্ল্যাপ
    • এই বইটা থেকে কি আশা করছি?
    • ‘ডিপ লার্নিং’ কি হাইপ? কেন এতো দেরি হলো?
    • কৃতজ্ঞতা
    • কেন শিখবেন মেশিন/ডিপ লার্নিং?
    • বইটা কিভাবে ব্যবহার করবেন?
    • কেন এই বইটা অন্য প্রোগ্রামিং বই থেকে একটু আলাদা?
    • গুগল কোলাব/জুপিটার টেন্সর-ফ্লো ২.x ডকার
    • কিছুই জানিনা, শুরু করবো কোথা থেকে?
    • কেন ডীপ লার্নিং?
      • স্পীচ রিকগনিশন
      • কৃষক আত্মহত্যার যোগসূত্র
      • ডীপফেইক
      • যদি নায়ক না থাকে?
      • 'সেন্টিমেন্ট অ্যানালাইসিস' আর শিক্ষার হারের যোগসূত্র
      • কনটেন্ট মডারেশন - অসুস্থতার যোগসূত্র
      • জাহাজ না আইসবার্গ?
      • গুগল ডুপ্লেক্স
      • টার্গেটের গল্প
    • ঝিঁঝিঁপোকার থার্মোমিটার
    • নিউরাল নেটওয়ার্কে ডাটা কিভাবে থাকে?
    • এক নজরে 'টেন্সর-ফ্লো' ইকো-সিস্টেম
    • ফ্যাশন MNIST ডেটাসেটের ক্লাসিফিকেশন
    • রিগ্রেশন এবং ক্লাসিফিকেশন
    • ডিপ লার্নিং কেন? নন-লিনিয়ার সমস্যা, ফিচার ক্রস
    • ডিপ লার্নিং দিয়ে ডিসিশন বাউন্ডারি, চাঁদ আকারের ডাটাসেট
    • নিউরাল নেটওয়ার্কের কনসেপ্ট এবং রিপ্রেজেন্টেশন লার্নিং
    • নিউরাল নেটওয়ার্কের নিউরাল, ওয়েট, বায়াস, অ্যাক্টিভেশন ফাংশন
    • ডিপ লার্নিং নেটওয়ার্ক: ফরওয়ার্ড এবং নেটওয়ার্ক অপটিমাইজেশনের জন্য ব্যাক প্রোপাগেশন
    • ডিপ নিউরাল নেটওয়ার্কের লেয়ারিং কনসেপ্ট
    • টেন্সর-ফ্লো ডেটাসেট এপিআই দিয়ে কনভল্যুশনাল নিউরাল নেটওয়ার্ক
    • কার্নাল কনভল্যুশন এবং ম্যাক্স পুলিং (সিএনএন)
    • সিএনএন, সিফার ডেটাসেট, টেন্সরবোর্ড/কেরাস কলব্যাক দিয়ে মডেল ট্র্যাকিং
    • কেরাস ‘প্রি-ট্রেইনড’ মডেল এবং তার ব্যবহার
    • ‘কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক’ এবং গ্লোবাল অ্যাভারেজ পুলিং
    • ট্রান্সফার লার্নিং, ‘প্রি-ট্রেইনড’ অক্সফোর্ড ইউনিভার্সিটি ভিজ্যুয়াল জিওমেট্রি গ্রূপের vgg16 ডেটাসেট
    • টেন্সর-ফ্লো মডেল থেকে প্রোডাকশন, টেন্সর-ফ্লো সার্ভিং এবং এপিআই
    • ‘টেন্সর-ফ্লো লাইট’, মোবাইল এবং এমবেডিং ডিভাইসে ডিপ লার্নিং ইনফারেন্স নিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ (১)
    • মোবাইল অ্যাপের জন্য সাধারণ "এমনিস্ট" মডেল ট্রেনিং, টেন্সরফ্লো লাইট দিয়ে (২)
    • অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য "এমনিস্ট" হাতে লেখা ডিজিট চিনতে মডেল ট্রেনিং (৩)
    • অ্যান্ড্রয়েডে ফ্যাশন 'এমনিস্ট' অ্যাপ (৪)
    • বাংলা নাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, টোকেনাইজেশন এবং ভেক্টরাইজেশন
    • এমবেডিং, ওয়ার্ড এমবেডিং, শব্দ এবং সংখ্যার কাছাকাছি এনকোডিং
    • সার্চে এমবেডিং: পরের শব্দটা কি হবে?
    • শব্দের সিমিলারিটি, কাছাকাছি অর্থ, লাইকলিহুড - সঙ্গে 'ফাস্টটেক্সট' এবং 'ওয়ার্ড২ভেক'
    • বাংলায় ছোট্ট সেন্টিমেন্ট অ্যানালাইসিস
    • বাংলায় এন্ড টু এন্ড অ্যাপ্লিকেশন, টেন্সর-ফ্লো হাব
    • একদম স্ক্র্যাচ থেকে টেন্সরফ্লো ২.x মডেল
    • কি করবো সামনে?
    • আরো সাহায্য এবং কৃতজ্ঞতা
Powered by GitBook
On this page

Was this helpful?

  1. শুরুর ঘটনা
  2. কেন ডীপ লার্নিং?

কৃষক আত্মহত্যার যোগসূত্র

Previousস্পীচ রিকগনিশনNextডীপফেইক

Last updated 5 years ago

Was this helpful?

আমাদের এই দক্ষিণ এশিয়াতে প্রচুর কৃষক আত্মহত্যার খবর পাওয়া যায় প্রায়শঃ। যখন কোন ফসল মার যায় অতিবৃষ্টি অথবা অনাবৃষ্টির কারণে, তখন তারা বাধ্য হয় উঁচু হারে টাকা ধার নিতে। বিশেষ করে - তাদের সংসার আগলিয়ে রাখতে। কয়েকটা ফসল পরপর মার গেলে বন্ধকের কারণে প্রিয় ভিটেটাও হারাতে হয় একসময়। ব্যাপারগুলো অনেক সময় বাধ্য করে কৃষকদের আত্মহত্যায়। চড়া সুদের হাত থেকে বাঁচতে তারা হাত বাড়ায় কীটনাশকের দিকে। খুবই কষ্টকর বিষয় বটে। ২০১২ সালের পর থেকে হিসেবে মতে ১২ হাজারেরও বেশি কৃষক আত্মহত্যা করে শুধুমাত্র ভারতে। একটা হিসেবে দেখা গেছে - প্রতি ১ ডিগ্রী তাপমাত্রা বৃদ্ধির সাথে একটা দেশের ৭০টি আত্মহত্যার সম্পর্ক আছে মাসে। কিছুই করার নেই কি আমাদের?

এখানে বিশাল একটা কাজে আসছে ডীপ লার্নিং। আমাদের আশেপাশের দেশের কয়েকটা ‘স্টার্ট-আপ’ এলাকা ভিত্তিক স্যাটেলাইট ইমেজে খুঁজে পাচ্ছে কোন এলাকাতে কি রকম ফসল হয়েছে আগে - আর কী হবে সামনে। ছোট্ট ছোট্ট এলাকা ধরে। বুঝতেই পারছেন সেই ‘রিমোট সেন্সিং ডাটা’ থেকে অনেক ধারণা পাওয়া যাচ্ছে এখন। সেই ডাটা থেকে তারা যোগসূত্র পেয়েছে সেই আত্মহত্যাগুলোর। মানে, আমরা আগে থেকেই জানতে পারবো এই বাড়িতে কোন ফসল হয়নি গত কয়েক মাসে। ভেতরের ডাটা থেকে পাওয়া যাবে এলাকাভিত্তিক কোন কোন ফসলের দাম পড়তির দিকে? কোথায় কৃষক ফসল বিক্রিতে ক্ষতির সম্মুখীন হতে পারে? কোথায় সুদের হার কতো এখন?

এই ডাটা থেকে আমরা বিশাল একটা ধারণা করতে পারি সরকারি জরিপের আগেই। অনেক সময় ভুল অথবা সময়মতো জরিপ না হলে মানুষের ভেতরের খবর জানবে কে? কে আসলে কষ্টে আছে? কে একদম আত্মহত্যার মুখোমুখি পর্যায়ে আছে? ডাটা মিথ্যা বলে না। ফসল ধরে ধরে বলা যাচ্ছে কোথায় কি কি হচ্ছে? আসলেই তাই। ফসলের রং ধরে বলে দেয়া যায় আর কতোদিন পরে ফসল উঠবে? কোথায় মঙ্গা হবে সেটা বের করা যাবে আগে থেকে। আবহাওয়া, মাটির অবস্থা, ফসলের দামও প্রেডিক্ট করা যাচ্ছে এই মডেলে। আগামী বছর আমাদের চাল আমদানী করতে হবে নাকি সেটাও পাওয়া যাবে এখানে। ফাও, একটা ইউএন সংস্থা এই কাজ করছে অনেক বছর ধরে। কোথায় খাদ্য সাহায্য পাঠাতে হবে সেটার হিসেব পায় কিন্তু আগে থেকে।