হাতেকলমে পাইথন ডিপ লার্নিং
সাইকিট-লার্ন থেকে টেন্সরফ্লো ২.x - সেই যাত্রায় থাকছে স্টেপ বাই স্টেপ প্রসেস!
Last updated
সাইকিট-লার্ন থেকে টেন্সরফ্লো ২.x - সেই যাত্রায় থাকছে স্টেপ বাই স্টেপ প্রসেস!
Last updated
A breakthrough in Machine Learning would be worth ten Microsofts.
- Bill Gates
বইয়ের সময়কাল: ২০১৮-২০২০।
[ আমি বরাবরের মতো বই লিখি না, বরং ডেটাকে ঘিরে ৩০ বছরের এক্সপেরিয়েন্স শেয়ার করি। কিছুটা কানেক্টিং দ্য ডটের মতো]
বুকমার্ক সাইট http://aiwithr.github.io/
বাকি সব তথ্যের জন্য লিংক: https://aiwithr.github.io/getting-started/
এই বইয়ের লিংক: bit.ly/bn_dl
প্রযুক্তিভিত্তিক বই, যেখানে কোডের পাইপলাইন ধরে কি কি হচ্ছে সেটাকে ধরে ধরে ক্যাপচার করা - যেমন কষ্টের, তবে সেই কষ্ট বাড়তে থাকে প্রতিদিন সবার এক্সপেকটেশন মেটাতে গিয়ে। বইটা লিখেছিলাম গত দুবছর ধরে, তবে সেটাকে প্রিন্টে আনতে এতো কষ্ট হচ্ছিল, মাঝে মধ্যে মনে হচ্ছিলো ছেড়ে দেই, অনেক তো হলো! এর মধ্যে এলো টেন্সরফ্লো ২.x! সঙ্গে মাথা খারাপ করা ইকোসিস্টেম!
কেন ছেড়ে দেবার কথা এলো? মানে দুটো বইয়ের বাড়তি সংস্করণ, মুদ্রণ ভালোই চলছে, আর এই বইটা এ মূহুর্তে না হলেও চলে। তবে আমি গত দুবছরে এতো অনুরোধ পেয়েছি সেটার ফাইনাল আউটকাম এলো আজকে বিকেলে। ‘ইনডিজাইন’ থেকে প্রেসে গিয়ে।
বইয়ের কলেবরে বেড়ে যাওয়া, ফলশ্রুতিতে দাম - সবকিছুই যাচ্ছিলো স্রোতের বিপরীতে। তবে, আরো কষ্ট করে যেটুকু ফেললে বইয়ের মান কমবে না সেটাকে ব্যালান্স করে নিয়ে আসা হয়েছে এই কমপ্যাক্ট বইটাতে। পারফেকশনিস্ট বলে নয়, আমার বইয়ের একটা লেভেলের মেকআপ না হওয়া পর্যন্ত আমরা কষ্ট করেছি সবাই। 'প্রথমে দর্শনধারী, পরে গুনবিচারি' ব্যাপারটা কিছুটা বটে। টিম আদর্শকে ধন্যবাদ এই কমপ্লেক্স বইটাকে একটা লেভেলে আনতে।
নিজের অন্য ব্যাপারে খুব একটা খেয়াল না রাখলেও বইয়ের জন্য ‘স্ট্রাকচারাল আন্ডারস্ট্যান্ডিং’ এর জন্য অনেক সময় দিয়েছি এন্ড টু এন্ড। সেটার একটা ধারণা পাবেন এর টেবিল অফ কনটেন্ট দেখলে। গিয়েছি খুব ডিটেইলিংয়ে। সেটার একটা ড্রাফট অংশ দেখুন এখানে।
প্রিঅর্ডার করবেন কি - নাকি করবেন না সেটা থেকে বড় ব্যাপার হচ্ছে জিনিসটা একটা প্রসেসে পড়ে গেছে। আর বাকি থাকে কী? কবে আসবে মেলায়? আমার ধারণা ২৬ তারিখে।