মোবাইল অ্যাপের জন্য সাধারণ "এমনিস্ট" মডেল ট্রেনিং, টেন্সরফ্লো লাইট দিয়ে (২)

(পুরো চ্যাপ্টার একটা নোটবুক)

আমরা বই পড়ছি, নোটবুক কেন পড়বো?

নোটবুক সবসময় আপডেটেড। এই বই থেকেও।

যেহেতু গিটবুকে নোটবুক ঠিকমতো রেন্ডার হয়না, সেকারণে গুগল কোলাব এবং গিটহাবে দেখা উচিৎ। গিটহাব লিংক:

নিজে নিজে প্র্যাকটিস করুন: https://github.com/raqueeb/tf_lite_android/blob/master/digitclassifier.ipynb এবং https://nbviewer.jupyter.org/github/raqueeb/TensorFlow2/blob/master/digitclassifier.ipynb

কোলাব লিংক: https://colab.research.google.com/github/raqueeb/tf_lite_android/blob/master/digitclassifier.ipynb

মোবাইল অ্যাপের জন্য সাধারণ "এমনিস্ট" মডেল ট্রেনিং, টেন্সরফ্লো লাইট দিয়ে (২)

হালের ফ্যাশন 'এমনিস্ট' ডেটাসেট নিয়ে কাজ করলেও আমার মন পড়েছিল কিভাবে আসল 'এমনিস্ট' নিয়ে কাজ করা যায়। সেই সুযোগটা নিলাম এই মোবাইল অ্যাপ এর জন্য মডেল তৈরি করতে গিয়ে। একই কোড কাজ করবে এখানে, ফ্যাশন এমনিস্টএর মতো। শুধুমাত্র অ্যাডঅন, মডেলটাকে কনভার্ট করবো টেন্সরফ্লো লাইটে - মোবাইল ডিভাইসে চালানোর জন্য

# শুধুমাত্র টেন্সরফ্লো ২.x এর জন্য
try:
  # %tensorflow_version only exists in Colab.
  %tensorflow_version 2.x
except Exception:
  pass

from __future__ import absolute_import, division, print_function, unicode_literals

# টেন্সরফ্লো ২.x এবং tf.keras
import tensorflow as tf
from tensorflow import keras

# সাহায্যকারী লাইব্রেরি
import numpy as np
import matplotlib.pyplot as plt
import random

print(tf.__version__)

ডাউনলোড করি "এমনিস্ট" ডেটাসেট

একই ৬০,০০০ এবং ১০,০০০ ট্রেনিং এবং টেস্ট ইমেজ তবে এবার হাতেলেখা ০ থেকে ৯ পর্যন্ত ইংরেজি সংখ্যা। ০ থেকে ৯ সংখ্যা মানে আগের মতো ১০টা ক্লাস।

আগের মতো ইমেজগুলো ২৮ x ২৮ পিক্সেলের গ্রেস্কেল ইমেজ। ছবি দেখুন। MNIST sample

টেন্সরফ্লো মডেল তৈরি ডিজিট ক্লাসিফাই করার জন্য

একদম আগের মতো। কোন পার্থক্য় নেই।

মডেলের সামারি

এখানে যে বাড়তি ডাইমেনশন আছে None শেপ দিয়ে প্রতিটা লেয়ারে, সেটা আসলে ব্যাচ ডাইমেনশন। যেহেতু ডেটা ব্যাচে প্রসেস হয়, সেকারণে টেন্সরফ্লো নিজে থেকে যোগ করে দেয়।

মডেলের ইভালুয়েশন

টেস্ট ডেটাসেট দিয়ে কেমন কাজ করে?

কেরাস মডেল থেকে টেন্সরফ্লো লাইটে কনভার্ট করছি এখানে

ডিজিট ক্লাসিফায়ার মডেলকে টিএফ লাইট ফরম্যাটে আনছি।

টেন্সরফ্লো লাইট মডেল ডাউনলোড করছি এখানে

এই মডেলটাকে ডাউনলোড করছি এখানে যাতে এটাকে অ্যান্ড্রয়েড অ্যাপে ঢুকিয়ে কাজ করতে পারি। এটাকে কপি করে রাখতে হবে দরকারী ফোল্ডারে।

mnist.tflite ফাইলটা একবারে ডাউনলোড না হলে শুধুমাত্র এই সেলটাকে আবার চালাতে হবে।

Last updated

Was this helpful?