কি করবো সামনে?

আমরা ডিপ লার্নিং দিয়ে মাত্র কান চুলকানো শুরু করলাম। সামনে আরো অনেককিছু বাকি। যেটুকু শিখলে আমরা ইন্ডেপেন্ডেন্টলি একটা প্রজেক্টে কাজ করতে পারবো সেটুকু শেখা শেষ। আস্তে আস্তে আমার পছন্দের কিছু প্রজেক্ট নিয়ে আলাপ করবো ইউটিউব ভিডিওতে। একটা সমস্যা নিয়ে কাজ করুন, দেখবেন সেটাই আপনাকে রাস্তা দেখাবে সমস্যা সমাধানের। আজকে আমি যা জানি - তার বেশিরভাগ সম্ভব হয়েছে সেটা নিয়ে লেগে থাকার ফলে। আমার অনেক সময় ঘুম হয়না যখন জিনিসপত্র আন-রিজল্ভ থাকে।

একটা সমস্যাকে ধরুন। সেটাকে কোনভাবে 'জীবন মরণ' সমস্যা বানালে সমাধান আসে তাড়াতাড়ি।

ক. বাংলা স্পীচ টু টেক্সট

খ. টাইম সিরিজ ডেটা, স্টক প্রাইস প্রেডিকশন

গ. লাইসেন্স প্লেট রিকগনিশন

ঘ. স্টাফ এটেন্ডেন্স সিস্টেম

Last updated