কেন ডীপ লার্নিং?
আমি গল্প বলতে পছন্দ করি। কেন?
মনে আছে আমাদের পিথাগোরাসের সূত্রের কথা? আমার ধারণা মনে নেই অনেকের। কিন্তু খরগোশ আর কচ্ছপের গল্পের কথা? অবশ্যই সবারই মনে আছে। কারণ সেটা স্টোরি-টেলিং। সেকারণে গল্পের উপযোগিতা অনেক। গল্পে বললে মনে থাকে বেশি।
Last updated
Was this helpful?