প্রযুক্তিভিত্তিক বই, যেখানে কোডের পাইপলাইন ধরে কি কি হচ্ছে সেটাকে ধরে ধরে ক্যাপচার করা - যেমন কষ্টের, তবে সেই কষ্ট বাড়তে থাকে প্রতিদিন সবার এক্সপেকটেশন মেটাতে গিয়ে। বইটা লিখেছিলাম গত দুবছর ধরে, তবে সেটাকে প্রিন্টে আনতে এতো কষ্ট হচ্ছিল, মাঝে মধ্যে মনে হচ্ছিলো ছেড়ে দেই, অনেক তো হলো! এর মধ্যে এলো টেন্সরফ্লো ২.x! সঙ্গে মাথা খারাপ করা ইকোসিস্টেম!