ইকুয়ালাইজার কিভাবে কাজ করে?

আচ্ছা, কি কাজ করে এই ইকুয়ালাইজার? এটা আসলে ওঠানামা করায় ফ্রিকোয়েন্সিকে। সোজা কথায় - ফিল্টার করে আমাদের দরকার মতো স্কেলে সাজায় সব ফ্রিকোয়েন্সিকে। এই জিনিসটার কাজ শুরু হয় আসলে একটা এনালগ যন্ত্র হিসেবে। বিভিন্ন রেকর্ডিং ষ্টুডিওতে। এনালগ ইকুয়ালাইজারে আমাদের এসি কারেন্টকে পাঠাতে হতো অনেকগুলো ক্যাপাসিটর আর ইনডাকটর দিয়ে। ওগুলোর মধ্যে দিয়ে গেলেই পাল্টে যেতো সিগনালের ফেজ।

ওই সিগনালকে পরে শুরুর সিগনালের সাথে যুক্ত করলে সেটার ক্যানসেলিং ইফেক্টই হয় আমাদের ইকুয়ালাইজারের আউটকাম। ডিজিটালে সেটা পাঠানো হয় ‘শিফট রেজিস্টার’ দিয়ে। আপনি সিগনালকে ‘ভ্যারি’ করাতে পারেন তার ওপর - কতগুলো মেমরি সেলকে রাখবেন ওই শিফট রেজিস্টারে। ডিজিটালের কল্যাণে এই জিনিস এখন আমাদের বাসায় বাসায়। আমাদের পিসি আর মোবাইল ফোনে। প্রযুক্তিগতভাবে ‘গ্রাফিক ইকুয়ালাইজার’ অনেক সাশ্রয়ী বলে সেটাই দেখি আমরা। প্যারামেট্রিকটা অনেক বেশি কমপ্লেক্স।

-------------------------------- এখানে যোগ হবে প্রতিটা ব্যান্ডের বর্ণনা

Last updated