কৃতজ্ঞতা এবং বাড়তি রিডিং
অসাধারণ কিছু রিসোর্স
Last updated
Was this helpful?
অসাধারণ কিছু রিসোর্স
Last updated
Was this helpful?
Some people worry that artificial intelligence will make us feel inferior, but then, anybody in his right mind should have an inferiority complex every time he looks at a flower.
—Alan Kay
সময় পেলেই প্রচুর বই পড়া হয় আমার। এই বই লিখতে গিয়ে নয় বরং ‘এ আই’ ফর সোশ্যাল গুড অর্থাৎ জনস্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাপারটা নিয়ে মোবাইল অপারেটরের বেশ কিছু অসাধারণ প্রজেক্ট দেখে জিনিসটা নিয়ে পড়া শুরু করি কয়েক বছর আগে। মানুষের কল্যাণে কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে ব্যবহার করা যাবে সেটা নিয়ে ভেতরে ভেতরে অনেক গবেষণা হচ্ছে ‘এনলাইটেনড’ ইকোনমিগুলোতে। আমার ধারণা, সামনে কৃত্রিম বুদ্ধিমত্তা হবে সামাজিক অসঙ্গতি থেকে বের হওয়ার একটা বিশাল টুল। এর মধ্যে চ্যালেঞ্জ তো থাকবেই। সেজন্যই তো গবেষণা।
পাশাপাশি, আমার একজন শুভাকাঙ্ক্ষী দেখিয়েছিলেন তার অক্সফোর্ডের প্রেস্টিজিয়াস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রামের কোর্সওয়ার্কগুলোকে। সেখান থেকেও ধারনা পেয়েছি কি ঘটছে পৃথিবীজুড়ে, বিশেষ করে সব শিক্ষার্থীদের থেকে - যারা এসেছেন পুরো পৃথিবী থেকে। বলেছেন কী ঘটছে তাদের দেশে।
গত দুবছরে প্রায় ৪০০ এর বেশি ডকুমেন্ট নিয়ে ঘাটাঘাটি করেছি এর মধ্যে। সেগুলোকে নিয়ে আসবো এক একটা করে। ধাপে ধাপে।
Artificial Intelligence: A Modern Approach (3rd Edition), Stuart Russell, Peter Norvig
An Introduction to Artificial Intelligence: Can Computers Think? by Richard Ernest Bellman