Comment on page

ফিচার ইঞ্জিনিয়ারিং

এই পর্যন্ত আমরা আমাদের ডাটাসেটের মধ্যে যে যে ভেরিয়েবল বা ফিচারগুলো আছে সেইগুলোরই মিসিং ডাটা ফিল আপ করার চেষ্টা করেছি, কিম্বা ডাটাগুলোকে ম্যাপিং করে স্ট্রিং থেকে ইন্টিজার এ পরিবর্তন করেছি। অর্থাৎ, আমরা শুধু বর্তমান ভেরিইয়েবলগুলোর ডাটাগুলোকেই মেশিন লার্নিং এলগোরিদম এর উপযোগী করে ঠিকঠাক করেছি। সহজ কথায় ফিচার ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে, বর্তমান ভেরিয়েবলগু